নবদূত রিপোর্টঃ
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যমন্ত্রী জানান, ১লা নভেম্বর থেকে ঢাকায় স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার কাজ শুরু হবে।
প্রথমে ১২টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী কেন্দ্র বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সব জেলাতেই শিশুদের টিকা দেওয়া হবে। তবে সেটা একটু সময় লাগবে।
১২ থেকে ১৭ বছর বয়সীদের স্কুলগামী শিক্ষার্থীদের আগামী ১লা নভেম্বর থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।