নবদূত রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
এবার ক ইউনিটের পরীক্ষায় ৯৪ হাজার ৫০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন। পাসের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯.২৪ শতাংশ ফেল করেছেন। গত ১ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
এবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মেফতাহুল আলম সিয়াম। তার ভর্তি পরীক্ষার স্কোর ৯৬.৭৫, মোট স্কোর ১১৭.৭৫। সে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।
এছাড়া দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আসিফ করিম। তার ভর্তি পরীক্ষার স্কোর ৯২.৭৫, মোট স্কোর ১১২.৭৫। সে ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। তৃতীয় হয়েছেন খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী নিত্য আনন্দ বিশ্বাস। তার
ভর্তি পরীক্ষার স্কোর ৯১.৯৫, মোট স্কোর ১১১.৯৫। সে ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।