Monday, December 23, 2024
Homeজাতীয়প্রতি কিলোমিটারের জন্য নতুন ভাড়া নির্ধারণ

প্রতি কিলোমিটারের জন্য নতুন ভাড়া নির্ধারণ

নবদূত রিপোর্টঃ

ভাড়া বৃদ্ধির দাবিতে সারাদেশে চলমান ধর্মঘটের মধ্যেই রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দপ্তরে বৈঠক হয়।  এ কথা ।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডিজেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া ১ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে নির্ধারণ করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা।


বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, মহানগরে বাস ভাড়া সর্বনিম্ন ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজি চালিত বাস ভাড়া এর আওতায় আসবে না বলে জানানো হয়েছে।

ভাড়া বিষয়ে সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আর আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

RELATED ARTICLES

Most Popular