Monday, December 23, 2024
Homeবাণিজ্যখাদ্যের নিরাপত্তায় মজুত বৃদ্ধি করতে সরকার সচেষ্ট

খাদ্যের নিরাপত্তায় মজুত বৃদ্ধি করতে সরকার সচেষ্ট

নবদূত রিপোর্টঃ

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আমন সংগ্রহ অভিযান উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যের নিরাপত্তায় মজুত বৃদ্ধি করতে সরকার সচেষ্ট। আমরা বোরো সংগ্রহ অভিযানে সফল হয়েছি। সেই ধারাবাহিকতায় আমন সংগ্রহেও সফলতা অর্জন সম্ভব হবে।

বর্তমান সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। পাশাপাশি এদেশের কৃষকের অক্লান্ত পরিশ্রম আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করছে।

মন্ত্রী আরও বলেন, ন্যায্যমূল্য দিয়ে ধান কিনে কৃষকের পরিশ্রমের মর্যাদা দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আজ রোববার আমন সংগ্রহ অভিযান উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা জানান।

RELATED ARTICLES

Most Popular