Tuesday, December 24, 2024
Homeসারাদেশজ্বালানি তেল পাচাররোধে বাড়তি নজরদারিতে বর্ডার গার্ড বাংলাদেশ

জ্বালানি তেল পাচাররোধে বাড়তি নজরদারিতে বর্ডার গার্ড বাংলাদেশ

নবদূত রিপোর্টঃ


জ্বালানি তেল পাচাররোধে বাড়তি নজরদারিতে বর্ডার গার্ড বাংলাদেশ। বেনাপোল স্থলবন্দর সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচাররোধে এই নজরদারি বাড়ায় বিজিবি।

ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ ও বের হওয়ার সময় ট্রাকের তেলের পরিমাণ এন্ট্রি করা হচ্ছে। তবে এ নিয়ে বন্দর কর্তৃপক্ষের কোনো প্রকার নজরদারি লক্ষ্য করা যায়নি।

তেলের পাচাররোধে পূর্বের তুলনায় বিজিবির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করাকে ভাল উদ্যোগ মন্তব্য করেন বেনাপোল স্থলবন্দরে রপ্তানি পণ্য নিয়ে আসা ট্রাকচালকরা।

বিজিবি সদস্যরা আসার সময় স্কেল দিয়ে তেল পরিমাপ করেছেন। আবার ফেরার সময়ও তেলের পরিমাণ দেখাতে বলেছেন। সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি।

RELATED ARTICLES

Most Popular