Monday, December 23, 2024
Homeস্বাস্থ্যকরোনার সবশেষ অবস্থার সমীকরণ

করোনার সবশেষ অবস্থার সমীকরণ

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৩৭ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে।

একইসাথে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ হাজার ৯০৭ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৫৪৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩১ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular