Monday, December 23, 2024
Homeসারাদেশদ্বিতীয় ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শেষ হয়েছে

দ্বিতীয় ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শেষ হয়েছে

নবদূত রিপোর্টঃ

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গননা।


সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে থাকে। তবে বেশ কয়েকটি কেন্দ্র ও এলাকায় নির্বাচনী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু মানুষ আহত ও ৭ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে কুমিল্লার মেঘনা উপজেলার ২ ভোটকেন্দ্রে হামলায় ২ জন, কক্সবাজারের সদর উপজেলায় কুরুশখুল ইউনিয়নে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ জন, ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১ জন, নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় গুলিতে ৩ জন নিহত হয়েছেন।

RELATED ARTICLES

Most Popular