Wednesday, December 25, 2024
Homeপ্রযুক্তিঢাকার ৬টি স্থানে ফাইভ-জির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে

ঢাকার ৬টি স্থানে ফাইভ-জির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে

প্রযুক্তি ডেস্কঃ

আগামী ১২ ডিসেম্বর ঢাকার ৬টি স্থানে ফাইভ-জির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। এরপর বাণিজ্যিকভাবে ঢাকার ২০০টি স্থানে ২০২২ সালের মধ্যে গ্রাহকদের জন্য ফাইভ-জি সেবা চালু করা হবে।

পরীক্ষামূলকভাবে এই সেবা নিয়ে আসছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। পর্যায়ক্রমে ঢাকার বাহিরে বিস্তৃত করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।


আজ শনিবার টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন ফাইভ-জি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন।

এসময় গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এমডি সাহাব উদ্দিন।

RELATED ARTICLES

Most Popular