কাতার প্রবাসী জামিল হোসেন ও দুবাই প্রবাসী আনোয়ার হোসেন। দুই ভাইয়ের মরুর বুকে হাড়ভাঙ্গা পরিশ্রম করে যে আয় হয়, সে আয়ের ছোট একটা অংশ জমা করে করে স্বপ্ন দেখছিলেন মা-বাবাকে পাকা ঘর তৈরি করে দিবেন। কিন্তু স্থানীয় প্রশাসন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দিল না। গতকাল রোববার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর গ্রামের আবুল কালামের ছেলে আনোয়ার হোসেন ও জামিল হোসেনের বাড়িতে হানা দেয় প্রশাসন। ভাঙ্গছুর করে নির্মানাধীন বাড়ি। প্রশাসনের অভিযোগ খাস জমিতে কোন পাকা ঘর তৈরি হতে দিবে না। অথচ এই খাস জমিতেই প্রধানমন্ত্রীর গৃহ নির্মান প্রকল্পের ঘর নির্মান করা হচ্ছে।
১৯৬৫ ইংরেজি থেকে ভূমিহীন অসহায় মানুষ খাস ভূমি ব্যবহার করে আসছে। যে যার মত ঘরবাড়ি তৈরী করে বসবাস করছে। আবুল কালাম ও তাঁর ভাই আব্দুস সালাম গত ৭০ বছর থেকে এই ভূমিতে বসত করে আসছেন। এখন কিনা সে যায়গায় ঘর তৈরী করা যাবেনা!!!
কে ? কার ?
ইশারায় অসহায় দিনমজুর খেঠে খাওয়া মানুষদের ঘর ভাংগা হচ্ছে???
সারা জিবনের সঞ্চিত অর্থে নির্মিত ঘর???
অসহায় মজলুম
নির্যাতিত জনগনের কান্নার আওয়াজ শোনার কি কেউ নেই? প্রবাসীদের পাশে দাড়ানোর জন্য কি বাংলাদেশে কেউ নেই?