Saturday, December 28, 2024
Homeস্বাস্থ্যদেশে করোনা শনাক্ত হয়েছেন ২২৩জন, মৃত্যু ৪

দেশে করোনা শনাক্ত হয়েছেন ২২৩জন, মৃত্যু ৪

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২২৩ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনে।

একইসাথে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯২২ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৫১৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular