Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনমহাখালীতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলা

মহাখালীতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলা

নবদূত রিপোর্ট:

শিক্ষার্থীদের বাসভাড়া অর্ধেক (হাফপাস) করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে মহাখালীর আমতলীর মোড়ে মানববন্ধন করার সময় এই হামলা হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ।

শিক্ষার্থীরা বলছেন, মানববন্ধন চলাকালীন তিতুমীর কলেজ ছাত্রলীগের ১৫ থেকে ৩০জন নেতাকর্মী এসে তাদের বাঁধা দেয়। এদিকে সরকার দলীয় নেতাকর্মীদের দাবি আন্দোলনকারীরা তিতুমীর কলেজের শিক্ষার্থী নয়।

আন্দোলনকারী শিক্ষার্থী রাব্বী বলেন, আমরা হাফপাসের জন্য আন্দোলন করছি। গলায় আইডি কার্ড থাকার পরও এসে বহিরাগত বলে আমাদের উপর হামলা করা হয়েছে। তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে।

RELATED ARTICLES

Most Popular