Friday, January 24, 2025
Homeঅপরাধযশোরে তিন'শ বোতল ফেন্সিডিলসহ আটক ২

যশোরে তিন’শ বোতল ফেন্সিডিলসহ আটক ২

যশোর প্রতিনিধি :

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় ৩শ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) ভোর রাতে তাদের আটক করেন শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
ধান্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে
রিপন মোড়ল (৩২) ও শার্শা থানার পান্তাপাড়া (আমড়াখালী) গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে
মিন্টু মিয়া (৩২)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে, গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এএসআই তায়েবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শার্শা থানার লক্ষণপুর টু আন্দোলপোতা গামী পাকা রাস্তায় লক্ষণপুর মাঠপাড়াস্থ তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বিলাল মাহিনী

RELATED ARTICLES

Most Popular