Tuesday, December 24, 2024
Homeসারাদেশপুটখালী ইউনিয়নের রাজাপুর গ্রামে বোমা হামলার ঘটনা ঘটে

পুটখালী ইউনিয়নের রাজাপুর গ্রামে বোমা হামলার ঘটনা ঘটে

নবদূত রিপোর্টঃ

পুটখালী ইউনিয়নে ইউপি নির্বাচন নিয়ে প্রভাব বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা চালাতে ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুটখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার আলী জানান, ভোট নিয়ে রাতে কর্মীদের নিয়ে রাস্তার ধারে বৈঠক করছিলেন। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার পোস্টার লাগানো বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন যুবক বৈঠকস্থলে পরপর ৩টি হাতবোমা নিক্ষেপ করে।

এ সময় সন্ত্রাসীদের ধাওয়া করলে তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা।

যশোরের বেনাপোলে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সময় এলাকাবাসী সন্ত্রাসীদের ফেলে যাওয়া ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি।

RELATED ARTICLES

Most Popular