Friday, December 27, 2024
Homeঅপরাধঠিকানা পরিবহনের অভিযুক্তদের ১দিনের রিমান্ড মঞ্জুর

ঠিকানা পরিবহনের অভিযুক্তদের ১দিনের রিমান্ড মঞ্জুর

নবদূত রিপোর্টঃ

গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঠিকানা পরিবহনের অভিযুক্তদের গ্রেপ্তার করে র্যাব। রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আজ সোমবার অভিযুক্ত ২ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন জানানো হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তাদের ১দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগের মামলায় ঠিকানা পরিবহনের অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES

Most Popular