Friday, December 27, 2024
Homeস্বাস্থ্যগত ২৪ ঘন্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৪২ শতাংশ

গত ২৪ ঘন্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৪২ শতাংশ

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে নতুন করে আরও ২৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন।

একইসাথে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯৫৫ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৮ হাজার ৬১৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৯ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular