Friday, December 27, 2024
Homeশিক্ষাঢাবির 'গ' ইউনিটে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যারা

ঢাবির ‘গ’ ইউনিটে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যারা

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী আরাফাত সামির আবির।
তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৬। তার মোট স্কোর ১০৬। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

এছাড়া দ্বিতীয় হয়েছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮২.৭৫। তার মোট স্কোর ১০২.৭৫। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের  শিক্ষার্থী কাজী হাসনা হেনা। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮১.২৫। তার মোট স্কোর ১০১.২৫।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে
আবেদন করেছিলেন ২৭ হাজার ৩৭৪ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ২৩ হাজার ৩৪৭ জন। পাস করেছেন ৫ হাজার ৭৯ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ২১ দশমিক ৭৫ শতাংশ। বাকি ৭৮ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

RELATED ARTICLES

Most Popular