Thursday, December 26, 2024
Homeশিক্ষাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ

শিক্ষা ডেস্কঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ছাত্রদের জন্য ২১০ ও ছাত্রীদের জন্য ২০০ আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।


১০ শিফটে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২১ ও ২২ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার এসব তথ্য জানান।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু হবে আগামী ৭ ডিসেম্বর। প্রথম মেধাতালিকা থেকে ভর্তির জন্য চূড়ান্ত হওয়া শিক্ষার্থীদের এ ভর্তি কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

RELATED ARTICLES

Most Popular