Wednesday, December 25, 2024
Homeদূর পরবাসপ্রবাসী অধিকার পরিষদ, বাহরাইনের পক্ষ থেকে প্রবাসীদের ১০ দফা সম্বলিত লিফলেট বিতরণ

প্রবাসী অধিকার পরিষদ, বাহরাইনের পক্ষ থেকে প্রবাসীদের ১০ দফা সম্বলিত লিফলেট বিতরণ

বাহরাইন প্রতিনিধি: বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাহরাইন শাখার পক্ষ থেকে প্রবাসীদের যৌক্তিক ১০ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে বাহরাইনের মহাররক সিটি এরিয়ায়।

লিফলেট বিতরণ এর সময় প্রবাসী বাংলাদশীরা নিজ থেকেই বলেন, এই দাবি সমূহ সরকার আমলে নিয়ে বাস্তবায়ন করলে কোটি প্রবাসীর দুঃখ বিমোচনে সহায়ক হবে।লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন মোহাঃ আনোয়ার হোসেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, এইচ এম শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাহরাইন শাখা, মোঃ আজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বাহরাইন শাখা।

সাধারণ প্রবাসীদের মাঝে ১০ দফা দাবি নিয়ে সচেতনতা তৈরি করার জন্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর পক্ষ থেকে বাহরাইন শাখার সকল নেতাকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সভাপতি মো. কবীর হোসেন।

RELATED ARTICLES

Most Popular