Saturday, September 21, 2024
Homeস্বাস্থ্যগত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯১ জন

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯১ জন

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৩৩ জন।

এদের মধ্যে ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৫ জন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৬ জন।

বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এছাড়া অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১১৮ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular