Friday, December 27, 2024
Homeসারাদেশলালমনিরহাটে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীরা এগিয়ে

লালমনিরহাটে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীরা এগিয়ে

নবদূত রিপোর্টঃ

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মঞ্জুরুল হাসান বেসরকারী ভাবে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

লালমনিরহাটের ২ উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ১৭টি ইউনিয়নে আওয়ামীলীগ-৭, বিদ্রোহী-৪ স্বতন্ত্র-৫ চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

এদিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের নির্বাচনী ফলাফল অজ্ঞাত কারনে বিলম্ব হওয়ায় মোস্তফি বাসস্টান্ড এলাকায় রংপুর-লালমনিরহাট ও কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশীদ সরকার টোটনের সমর্থকরা।

এসময় তারা দোকান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। একটানা প্রায় ৩ঘন্টা সড়ক অবরোধ থাকায় মহাসড়কের দুই ধারে বাস-ট্রাকসহ কয়েকশত যানবাহন আটকা পড়ে। পরে ফলাফল ঘোষণা হওয়ার পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

RELATED ARTICLES

Most Popular