Friday, November 15, 2024
Homeশিক্ষারোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা ডেস্কঃ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনি পারভিনের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে উক্ত বিভাগের শিক্ষার্থীরা।

পরবর্তীতে  অপসারণ ও দ্রুত ক্লাস পরীক্ষা নেওয়ার বিষয়ে উপাচার্যের আশ্বাসে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি সাময়িক প্রত্যাহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

সেসময় আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ জানায় জনি পারভীন বিভাগীয় প্রধান হওয়ার পর থেকে লাগাতার অনুপস্থিত থাকছেন। করোনাকালীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অনলাইনে ক্লাস চালু করলেও তিনি এক বছর ৭ মাসেও কোনো একাডেমিক সভা আহ্বান এবং শিক্ষকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি। ফলে বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটে পড়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্যের সাথে ৩ সদস্যের প্রতিনিধি দল দেখা করলে উপাচার্য তাদের দাবি আদায়ের বিষয়ে আশ্বস্ত করেন এবং বিভাগের তালা খুলে দিয়ে কর্মসূচি প্রত্যাহারের নির্দেশ দেন।

RELATED ARTICLES

Most Popular