Saturday, May 17, 2025

ফেসবুক.কম


-এ.জি. শেখ

যার মনে যা আসে
সেই লেখে তা।
পোস্ট করে কেউ ছবি
কেউ কবিতা।

কার কথা কে শোনে
হাজার রকম ভিড়ে,
কারো মনে প্রশান্তি
বন্ধু পায় ফিরে।

নোংরামি করে কেউ
নোংরা যাদের মন,
বন্ধু যেন না হয় কারো
এমন কোন অধম।

ফেসবুক তোমার আমার
ভালো কাজে করব ব্যাবহার,
এটাই শপথ করি;
সুন্দর মন নিয়ে
ফেসবুকের কল্যানে
এক সুন্দর সমাজ গড়ি।

RELATED ARTICLES

Most Popular