Wednesday, January 22, 2025
Homeসারাদেশযশোরে সড়ক দুর্ঘটনায় আহত বহু মানুষ

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত বহু মানুষ

নবদূত রিপোর্টঃ

যশোরে সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহতসহ মোট আহতের সংখ্যা প্রায় অর্ধশত! যশোর সদর উপজেলার সাতমাইল কাজী নজরুল ইসলাম কলেজের সামনে যশোর–ঝিনাইদহ মহাসড়কে ৪ ডিসেম্বর শনিবার সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

জানা যায় সামনে থেকে বেপরোয়া একটি গাড়ি আসায় মুখোমুখি দুর্ঘটনা এড়াতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজনের হতাহত হয়েছে ।

এদের মধ্য তিন জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। আহতরা যশোর চুড়িপট্টির বাসিন্দা হাসিবুর রহমান (২৪) সাতক্ষিরা আশাশুনি থানার লসকার গ্রামের বাসিন্দা নিরাপদ মিস্ত্রি (৬৮) ও স্ত্রী কবিতা ৫০। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্য ডাক্তার তন্ময় বিশ্বাস জানান, আহতরা সবাই শঙ্কামুক্ত ।

বিলাল মাহিনী, যশোর

RELATED ARTICLES

Most Popular