ক্যাম্পাস ডেস্ক:
গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।প্রথমবারের মতো সাবজেক্ট নির্ধারণসহ ম্যারিট প্রকাশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়।আজ ১২টায় প্রেসবিফিং করে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।
উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, আমরা অল্প সময়ের মধ্যে ম্যারিটসহ সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছি।তাছাড়া আমরা গুচ্ছের ভর্তি পরীক্ষার নাম্বারের উপরে ভিত্তি করে মেধা মূল্যায়ন করেছি যেটি মনে করি সঠিক মেধার মান নির্ধারক হিসেবে কাজ করবে। আগামি ৮ ডিসেম্বর থেকে আমাদের ভর্তির কার্যক্রম শুরু করতে পারবো।
মোট ১৪৪০টি সিটের বিপরীতে আবেদন পড়েছিলো ৩৫ হাজার ৭৯২ জন।যেখানে ক ইউনিটে প্রতি সিটের জন্যে প্রতিদ্বন্দ্বী করেন ২৯ জন,খ ইউনিটে ২৪ জন ও গ ইউনিটে ১৯ জন।ভর্তির ফলাফল জানতে Admission.bu.ac.bd.এই লিংক অনুসরণ করতে হবে।
গুচ্ছের মার্কে ক ইউনিটে সর্বোচ্চ স্কোর ৬৬.৫০ মার্ক পেয়ে প্রথম হয়েছে ইত্তেসুম মাহমুদ আবিদ,খ ইউনিটে ৮৩.২৫ মার্ক পেয়ে প্রথম মোঃ সজীব ইসলাম ও গ ইউনিটে ৭৯.৫ মার্ক পেয়ে প্রথম হয়েছে ফারহানা খানম।
গুচ্ছে আসন সংখ্যা ৃঅনুযায়ী রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।