Monday, December 23, 2024
Homeআদালতচিকিৎসার জন্য ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

নবদূত রিপোর্টঃ

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় লক্ষ্মীপুরে পঞ্চম শ্রেণির ছাত্র তামীম ইকবালের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দেওয়ার আদেশ দেন।

পাশাপাশি তাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

জ্বালানি সচিব, পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজারসহ সংশ্লিষ্ট ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ সোমবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুরের রামগতিতে পল্লীবিদ্যুতের অবহেলায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম গুরুতর আহত হয়। দুই মাস ধরে সে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

RELATED ARTICLES

Most Popular