নবদূত রিপোর্টঃ
ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুদিনের টানা বর্ষণে শ্রীনগরে প্রায় ১ হাজার হেক্টর আলু ও সরিষা জমি পানির নীচে তলিয়ে গেছে। সদ্য রোপন করা এসব জমির আলু বীজ ও সরিষা পুরোটাই নষ্ট হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। এর সাথে যোগ হয়েছে বোর ধানের বীজতলা।
গত বছর আলুর দাম না থাকায় চাষীরা লোকসানে পরেছিল। এবছর লোকসান পুষিতে নিতে পারবে এই ধারনা থেকে তারা জমি, স্বর্ণালংকার বন্ধক রেখে চড়া সুধে ঋণ নিয়ে আলু চাষের জন্য পুঁজি সংগ্রহ করে। কিন্তু শুরুতেই এতো বড় ধাক্কা সামলে উঠা বেশীর ভাগ চাষীর জন্য দুরহ হয়ে যাবে।
সোমবার দুপুরে সরজমিনে উপজেলার বীরতারা ইউনিয়নের সালেপুর, বীরতারা, মাশাখোলা, আটপাড়া ইউনিয়নের পূর্ব দেউলভোগ সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে একই চিত্র।
এছাড়াও বোর ধানের আবাদের জন্য কৃষকরা বীজতলা তৈরি করে তাতে বীর ধান ফেলেছেন। বৃষ্টির কারনে আর এগুলো হবে না।