নবদূত রিপোর্ট:
সকল চাকুরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করাসহ চার দাবিতে লাগাতার কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় ঘুরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে যেতে চাইলো তাদের বাধা দেয় পুলিশ।
এর আগে বেলা ১১টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ নামে চাকরিপ্রার্থীদের একটি সংগঠনের ডাকে এতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক চাকরিপ্রার্থী
পুলিশের বাধায় দুপুর একটার দিকে আবারো তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। পুলিশকেও তাদের ঘিরে অবস্থান নিতে দেখা যায়। এসময় চাকরিপ্রার্থীরা পুলিশকে ফিল দিতে চাইলেও পুলিশ তাদের ফুল গ্রহণ করেনি।
এসময় তারা পুলিশকে লক্ষ্য করে বলেন, আমাদের বাধা দিবেন না প্লিজ। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি, গাড়ি ভাঙচুর করতে আসিনি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব, কর্মসূচি চলমান রাখব।