Tuesday, December 24, 2024
Homeঅপরাধফুলবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নবদূত রিপোর্টঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সদস্যদের অভিযানে এক মাদক ব্যবসায়ী অটোরিকশা চালক আটক হয়েছে।

এসময়  তার সহযোগী কৌশলে পালিয়েছে ।  বুধবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব ফকিরপাড়া এলাকায় বালারহাট – ফুলবাড়ী সড়কে অটোরিকশা তল্লাশি করে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী কাম অটোরিকশা চালক হলেন,  উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম মিলন। পলাতক আসামী হলেন, একই ইউনিয়নের খলিশা কোটাল গ্রামের   নুর ইসলামের ছেলে বদিউজ্জামান বাদল।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় জানান, বুধবার সকালে লালমনিরহাট গামী ওই অটোরিকশাটি তল্লাশী করে সাড়ে আট কেজি গাজা উদ্ধার করা হয়। এসময়  চালক আটক হলেও তার সহযোগী পালিয়ে যায়। পরে ফুলবাড়ী থানায় দুইজনের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের আটক আসামী জেল হাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular