Friday, November 15, 2024
Homeস্বাস্থ্যকরোনায় মৃত্যুশূন্য দেশ, কমেছে শনাক্তের সংখ্যা

করোনায় মৃত্যুশূন্য দেশ, কমেছে শনাক্তের সংখ্যা

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে নতুন করে আরও ২৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন।

একইসাথে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল পর্যন্ত দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ১৬ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২১ হাজার ৪৯৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১.২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular