আবহাওয়া ডেস্কঃ
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমাংশ ও এর কাছাকাছি আছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ এখন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আছে। আর এর প্রভাবে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা যায়।
একইসাথে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টির পর রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। এখনও রাজধানীতে ঠাণ্ডা বেশি অনুভূত না হলেও গ্রামাঞ্চলে শীত জেকে বসতে শুরু করেছে। এই তাপমাত্রা সামনে আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, এখন দিন দিন তাপমাত্রা কমতে থাকবে।