নবদূত রিপোর্টঃ
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন অ্যান্ড বিয়োন্ড -২০২১ বিষয়ক ২ দিনব্যাপী সম্মেলনে আজ শুক্রবার ভার্চুয়ালী যুক্ত হন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসাথে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, আমাদের দক্ষতার ফাঁকগুলো শনাক্ত করতে হবে। পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উচ্চশিক্ষা ব্যবস্থাকে পুনরায় দ্রুততার সঙ্গে নতুন করে সাজাতে হবে।
তিনি আরও বলেন, এই সম্মেলন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ এবং সুপারিশ গ্রহণ করবে যাতে দেশে এবং বিশ্বব্যাপী চাকরির বাজারের চাহিদা পূরণের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা যায়।
আসন্ন শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে দক্ষতার ব্যবধান কমিয়ে আনার জন্য তিনি এ নির্দেশ দেন।