প্রযুক্তি ডেস্কঃ
ফাইভজি কানেক্টেভিটিতে যুক্ত হওয়ায় তথ্যপ্রযুক্তি খাতে আরও কয়েক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এই সুযোগ সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় শুরু হওয়ায় প্রধানমন্ত্রীসহ তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়েছেন সরকারি আমলা, শিক্ষক, শিক্ষার্থীসহ মোবাইল গ্রাহকরা।
বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে দ্রুতগতির ইন্টারনেট ফাইভজি সেবার আওতায় এলো সাভার জাতীয় স্মৃতিসৌধ। শিক্ষক, শিক্ষার্থী ও মোবাইল অপারেটরদের সন্তোষ প্রকাশ।
দক্ষিণ এশিয়ার বৃহত্তর আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা বিষয়টিকে একটি বৃহত্তর অর্জন হিসেবে দেখছেন।