Wednesday, January 22, 2025
Homeজাতীয়স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাষ্ট্রপতি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাষ্ট্রপতি

নবদূত রিপোর্টঃ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে  ভারতের রাষ্ট্রপতি আজ সকাল সোয়া ১১টার দিকে ভারতীয় এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন।

সেসময় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় ভারতের রাষ্ট্রপতি লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অর্নার প্রদান করা হয়।


এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ সস্ত্রীক তাকে স্বাগত জানান। দু’দেশের রাষ্ট্রপতি গিয়ে দাঁড়ান অভ্যর্থনা মঞ্চে। বিউগলে বেজে ওঠে ভারতের দুদেশের জাতীয় সংগীত।

এরপর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল। পরে গার্ড পরিদর্শন করেন রাম নাথ কোভিন্দ।

RELATED ARTICLES

Most Popular