বিজয়ের ৫০ বছর উদযাপন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখা। প্রথমে পূর্ব লন্ডনের ওডেনহ্যাম সেন্টারে রাত ৯ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন নাহিন নওরোজ ও সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ও জামান আহমেদ সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ইউ কে বাংলাপ্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাঈন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমন, সহ-সভাপতি সাবিকুন নাহার,যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান শামীম,যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সুহেল, জাবেদ খান, অর্থ সম্পাদক মান্না সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সহ আরো অনেকে,
উক্ত উদযাপন অনুষ্ঠানে কেক কেটে মহান বিজয় দিবসের উল্লাস প্রকাশ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা কে সম্মানসূচক ক্রেস দেওয়া হয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মান্না সিদ্দিকি ও জাতীয় সংগীত এবং গান পরিবেশন করেন নাহিন নওরোজ, আলী নাসের পাশা ও সাইফুল ইসলাম পলাশ।
অনুষ্টান শেষে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্যে শাখার সভাপতি জামান আহমেদ সিদ্দিকি ও সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমন এর নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কে শহীদ মিনারে ফুল দিতে যায় বাংলাদেশ গন অধিকার পরিষদের কর্মীরা ও প্রবাসী অধিকার পরিষদের নেতা কর্মীরা।