নবদূত রিপোর্টঃ
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে ২ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধ সোনার বাংলা।
এসময় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, দেশবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।