Friday, November 15, 2024
Homeশিক্ষাভর্তিযুদ্ধ ও তদবির বন্ধে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে

ভর্তিযুদ্ধ ও তদবির বন্ধে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে

শিক্ষা ডেস্কঃ

রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি মিলনায়তনে ডিজিটাল লটারি উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভর্তিযুদ্ধ ও তদবির বন্ধে দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

এসময় মন্ত্রী জানান, আমাদের নেতিবাচক চর্চা রয়েছে, তা থেকে বেরিয়ে ইতিবাচক দিকে আসতে চাইছি। আমরা একটি মানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সবচেয়ে বেশি নম্বর পাওয়া মেধাবী শিক্ষার্থী সব একই স্কুলে। তার চেয়ে সেখানে নানা ধরনের মেধার শিক্ষার্থী একসঙ্গে থাকবে।


সবকিছুতে বেশি নম্বর পেয়ে যদি স্কুলে ভর্তি হতে হয়, তাহলে স্কুলের কৃতিত্বটা কী? কম নম্বর পাওয়া একজন শিক্ষার্থীকে পড়িয়ে সে বেশি নম্বর পেলে শিক্ষকের কৃতিত্ব।

আজ রবিবার ডিজিটাল লটারি উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

RELATED ARTICLES

Most Popular