Friday, December 27, 2024
Homeজাতীয়দেশে এখনও টিকা পাননি ৭৩ লাখ ৩৭ হাজার মানুষ

দেশে এখনও টিকা পাননি ৭৩ লাখ ৩৭ হাজার মানুষ

নবদূত রিপোর্ট:

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা পেতে নিবন্ধন করেও এখনও টিকা পাননি ৭৩ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ।

সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত টিকা পেতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন ৭ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজের মাধ্যমে সর্বশেষ টিকার আওতায় এসেছেন মোট ৬ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ৩২৮ জন। এখনও টিকা পাননি ৭৩ লাখ ৩৭ হাজার ২১ জন।

অধিদফতর জানিয়েছে, দেশে টিকাগ্রহণের জন্য মোট নিবন্ধনকারীর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৫৯ জন, পাসপোর্টের মাধ্যমে ১১ লাখ ৫৬ হাজার ৪৩১ জন এবং জন্মনিবন্ধন সনদের মাধ্যমে ২ লাখ ৮২ হাজার ৪৫৯ জন নিবন্ধন করেন।

এদিকে দেশে এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ৩২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৪ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৩৮ জন। তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

RELATED ARTICLES

Most Popular