নবদূত রিপোর্ট:
‘বিবাহিত ছাত্রীদের আবাসিক হলে থাকার বিধান নেই’ উল্লেখ করে তাদের অবিলম্বে হল ছাড়তে নোটিশ দিয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘আলেমা খাতুন ভাসানী হল’ কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার এমন সিদ্ধান্ত নিলেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলটির কর্তৃপক্ষ। হল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী হলের শিক্ষার্থীরা জানান, হল প্রাধ্যক্ষ ১১ ডিসেম্বর নোটিশ বোর্ডে বিবাহিত শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘হলের নিয়ম অনুযায়ী বিবাহিত ছাত্রীদের হলে থেকে অধ্যয়নের সুযোগ নেই। এমতাবস্থায় আগামী ৩০ জানুয়ারির মধ্যে বিবাহিত ছাত্রীদের সিট ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হলো।’
নাম প্রকাশ না করে বিবাহিত একজন শিক্ষার্থী জানান, বিবাহিত-অবিবাহিত সবারই হলে থাকার অধিকার রয়েছে। এ ধরনের আইন অবিলম্বে বাতিল করা উচিত। হলে অনেক বিবাহিত শিক্ষার্থী রয়েছেন।