Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনরাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

ক্যাম্পাস ডেস্ক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের অ্যাকাডেমিক কার্যক্রম (ক্লাস) শুরু হচ্ছে আগামীকাল(২১ ডিসেম্বর)। তবে ভর্তি কার্যক্রম আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যারয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আর ভর্তি কার্যক্রম আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এখনো অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করছে। আবার অনেকেই ভর্তি হতে আসছে। এ কারণে দ্বিতীয়বারের মতো ভর্তির সময় বাড়ানো হয়েছে।#

RELATED ARTICLES

Most Popular