নবদূত রিপোর্ট:
ঢাবির বিজয় ৭১ হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরিবারের নতুন কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি হলের টিভি রুমে ২০২২ সালের জন্য মূল কমিটি নির্বাচিত করা হয়। এক অনাড়ম্বর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো.ফয়সাল মিয়া এবং সাধারণ সম্পাদক তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান লিমন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাসিদুল হাসান।
কমিটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিভাগের সিনিয়র শিক্ষার্থী রঞ্জু ইসলাম রনি।তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি করা হয়েছে। আমি মনে করি,শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরিতে এটি ভূমিকা রাখবে।
নির্বাচনে ভোট দেয়া শিক্ষার্থী মো. জামিন মিয়া বলেন,আমি যতদূর জানি ঢাবির বিভিন্ন হলে খুব কম বিভাগই আছে, যেখানে এভাবে ভোটের মাধ্যমে মূল কমিটি গঠন করা হয়।সুষ্ঠুভাবে ভোট দিয়ে প্রার্থী নিবার্চিত করায় অন্য রকম অনুভূতি কাজ করছে।
নব নির্বাচিত সভাপতি ফয়সাল জানান, তারা সাধারণ শিক্ষার্থীদের সুখে দুঃখে পাশে থাকবেন এবং তাদের লেখাপড়ার গতি বাড়াতে কাজ করে যাবেন।
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লিমন বলেন,আমরা অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো।