Friday, December 27, 2024
Homeসারাদেশদৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন

দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন

নবদূত রিপোর্টঃ

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্র ইউনিয়ন কক্সবাজার শহর শাখা মশাল মিছিল করেছে পর্যটক নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।


মিছিল থেকে পর্যটন স্পটগুলোর নিরাপত্তা জোরদার, ছিনতাইসহ অপরাধ প্রবণতা প্রতিরোধ ও পর্যটক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।


গতকাল বৃহস্পতিবার মিছিলটি শহরের লালদিঘীর পাড়াস্থ কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে গিয়ে শেষ হয়।

ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসা নারী পর্যটককে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ৩ জনকে শনাক্ত করেছে র‌্যাব।

RELATED ARTICLES

Most Popular