Friday, November 15, 2024
Homeজাতীয়আলোচনার ভিত্তিতে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব : রাষ্ট্রপতি

আলোচনার ভিত্তিতে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব : রাষ্ট্রপতি

নবদূত রিপোর্ট:

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য, স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (২৬ ডিসেম্বর) বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নেয় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।

দলটির দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি আহভি আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নিতে গেলে বঙ্গভবনে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আলোচনার সময় রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক দায়িত্ব। একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনই এ আলোচনার মূল উদ্দেশ্য।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে।

RELATED ARTICLES

Most Popular