Saturday, September 21, 2024
Homeশিক্ষাইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবদূত রিপোর্ট:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ( ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে।

রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় রাজধানীর আগারগাঁওস্থ ইউজিসি ভবনে এই সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্যের সাথে আরো উপস্থিত ছিলেন বিশ্বিবদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

উক্ত সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক মত বিনিময় করেন। চেয়ারম্যান ইউজিসির আইন ও নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয়কে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নব নিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইন ও নীতিমালার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন মর্মে মতামত প্রকাশ করেন।

এরপরে উপাচার্য ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের ও সচিব ড. ফেরদৌস জামান-এর সঙ্গেও পৃথক বৈঠক করেন।

RELATED ARTICLES

Most Popular