নবদূত রিপোর্টঃ
শিমুলিয়া ফেরিঘাটে নেই কোনো রো রো ফেরি। ফেরি স্বল্পতায় যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ঘন কুয়াশায় ফেরি বন্ধ হওয়ায় অবস্থা আরও নাজুক।
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলছে মাত্র ৫টি ফেরি। ঘন কুয়াশায় রাতে প্রায়ই বন্ধ থাকছে ফেরি চলাচল। এতে ঘাটে তৈরি হচ্ছে যানজট।
এর আগে ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচলে তৈরি হয় অচলাবস্থা। ৮ নভেম্বর থেকে এ রুটে দিনের বেলায় ফেরি চালু হয়। ১৩ ডিসেম্বর থেকে পদ্মা সেতুকে এড়িয়ে শুধু রাতের বেলায় শিমুলিয়া থেকে মাঝিরকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়।
বর্তমানে শিমুলিয়া থেকে বাংলাবাজারে দিনের বেলা এবং শিমুলিয়া থেকে মাঝিরকান্দি রুটে রাতে চলাচল করছে লঞ্চ। প্রাধান্য দেওয়া হচ্ছে হালকা যানবাহন।