ক্যাম্পাস ডেস্ক:
বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩দিনব্যাপী জয়নুল উৎসব আগামীকাল ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শুরু হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১০টায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ এবং শিল্পাচার্য-পুত্র খায়রুল আবেদিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
এ উপলক্ষ্যে আগামীকাল সকাল ১১টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে ৩দিনব্যাপী জয়নুল মেলার উদ্বোধন করবেন যৌথভাবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
এছাড়া, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল সকাল ৯.৪৫টায়
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
আগামী ৩০ ডিসেম্বর দুপুর ২.৩০টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে জয়নুল স্মারক বক্তৃতা-২০২১ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠেয় এতে ‘কামরুলের শিল্পাদর্শ: লোক ঐতিহ্যের প্রতি অনুরাগ ও আধুনিকতা’ শীর্ষক বক্তৃতা উপস্থাপন করবেন ঢাবি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং অধ্যাপক ঢালী আল মামুন।