ক্যাম্পাস ডেস্ক:
ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার সচেতনামূলক কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ইয়াসিন আলম।
মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে শরীরে ময়লা আবর্জনা(প্রতীকী) ও পাশে ডাস্টবিন বিষয়ক প্রদর্শনী কর্মসূচি পালন করেন।
দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা যাবত এই কর্মসূচি প্রদর্শন করা হয়।
এ বিষয়ে ইয়াসিন আলম বলেন, এটি মূলত সচেতনতা মূলক প্রদর্শনী যেখানে আমি বোঝাতে চেয়েছি আমার শরীরটা হলো ক্যাম্পাস এবং ময়লাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে আমরাই ফেলছি।
তিনি জানান,আমার উদ্দেশ্য ছিল যাতে এর মাধ্যমে আমরা শিক্ষার্থীরাও একটু সচেতন হই পাশাপাশি প্রশাসনও পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক।
ডাস্টবিন স্থাপন বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাস্টবিন বিষয়ে সকল ফরমালিটি সম্পূর্ণ হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরু হবে। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের সাথে প্রশাসনের কথা হয়েছে, তাদের পরিচ্ছন্নতা কর্মী সপ্তাহে ২ দিন ক্যাম্পাসের ডাস্টবিন থেকে ময়লা নিয়ে যাবে।