Friday, November 15, 2024
Homeরাজনীতিযশোরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা

যশোরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা

নবদূত রিপোর্টঃ

নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ০৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর ঈদগা ময়দান থেকে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

পরে যশোর শহরের গাড়িখানা রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি।

প্রতিষ্ঠাকালে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে।

এছাড়াও জেলার প্রায় সব উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ছাত্রলীগ।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular