Thursday, January 23, 2025
Homeজাতীয়১ ডোজ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব

১ ডোজ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব

নবদূত রিপোর্টঃ

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনভাইরাসের সংক্রমণ রোধে ১ ডোজ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাবে না।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রী নানা নির্দেশনাও দিয়েছেন।

ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

এ সময় তিনি আরও জানান, লঞ্চ ও ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার। এ ছাড়া বাড়ির বাইরে মাস্ক ছাড়া চলাচল বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার এসব কথা জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular