Friday, December 27, 2024
Homeজাতীয়রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ১৭ জানুয়ারি

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ১৭ জানুয়ারি

নবদূত রিপোর্ট:

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতাসীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সংলাপ আগামী ১৭ জানুয়ারি  অনুষ্ঠিত হবে।

রবিবার (৯ জানুয়ারি) বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, ওই দিন বিকাল চারটায় আওয়ামী লীগের সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখনও পর্যন্ত ৩২টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

RELATED ARTICLES

Most Popular