Friday, November 15, 2024
Homeস্বাস্থ্যবিশ্বের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার

বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার

নবদূত রিপোর্টঃ


দেশে প্রায় ৩ মাস পর আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। শুক্রবারের মতো শনিবারও শনাক্তের সংখ্যা হাজারের বেশি ছিল। যদিও শনাক্তের সংখ্যা শনিবার কিছুটা কম ছিল। সাড়ে তিন মাস পর দেশে শনাক্তের হার ৫ শতাংশের ওপরে উঠেছে।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। সেখান থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশও। বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার। কয়েকদিন করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে।


করোনা সংক্রমণের শুরু থেকেই সরকারের পক্ষ থেকে রয়েছে নানা নির্দেশনা, বিধিনিষেধ। এখনো চালু রয়েছে নো মাস্ক, নো সার্ভিস। অথচ গণপরিবহন ও বাজার থেকে শুরু করে সবখানের চিত্র বলছে ভিন্ন কথা।

অনেকের মুখেই মাস্ক নেই। নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। যা ভয়াবহতার ইঙ্গিত করছে।

RELATED ARTICLES

Most Popular